এস.এম বিল্লালের এক গুচ্ছ কবিতা

এস.এম বিল্লাল
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৭

কৃচ্ছ্রতা

খরচ কমাতে কমাতে

একদিন পুরো জীবনটাই

খরচ হয়ে যাবে।

স্বনির্ভরতা

স্বনির্ভর হতে হতে

একদিন অপরের কাঁধে চড়ে

নিরবে চলে যেতে হয়।

কবর

কবরের পাশ দিয়ে হেঁটে গেলে

মরনের কথা মনে হয়

মানুষের পাশে হাঁটলে

নিজেকে মানুষ মনে হয় না।

মানবিকতা

মানবিকতা প্রকাশ করতে

রাস্তায় দাড়িয়ে যায়

ঘরে অসুস্থ মা-বাবা

অযত্নে,অনাদরে মরে যায়।

অবহেলা

অবহেলা পেতে পেতে

একদিন অবহেলা শিখে যায়।

অপেক্ষা

অপেক্ষা করে করে

মানুষ উপেক্ষিত হয়

একদিন মৃত্যুকে চিনে নেয়।

ভালোবাসা

ভালোবাসা হবে এই আশায়

কেউ কেউ ভালো না বেসেই থাকে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :