রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী আলাপ করছেন, গুঞ্জনে মাথা ব্যথা নেই কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:১৫ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:০৯

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইতিহাস গড়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক ও সংবাদ মাধ্যমে চলমান গুঞ্জনে মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই আলাপ আলোচনা করছেন।’

রবিবার দুপুরে রাজধানীর ডিটিসিএ-র নতুন ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল৷ তিনি পর পর দুমেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন৷ সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই৷ তাই দেশের ২২তম রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন এ নিয়ে বেশ কিছুদন ধরে সংবাদ মাধ্যমে না বিশ্লেষণ চলছে। এর মধ্যে আলোচনায় ওবায়দুল কাদেরের নাম বেশি আলোচিত হচ্ছে। এমনকি ক্ষমতাসীন দলের নীতিনিধারণী পর্যায়ের কিছু নেতাও এ ধারনার সঙ্গে একমত হয়েছেন। তবে কোনো কিছুই নিশ্চিত নয়। কারণ সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে৷

তারা কথায় কথায় সরকারের পদত্যাগ চায়। যারা মার্কিন কূটনীতিক পিটার হাসের কাছে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন, আমি তাকে (পিটার হাস) বলব; বিএনপির ঘরে গণতন্ত্র নেই কেন প্রশ্ন করুন। -ওবায়দুল কাদের

ক্ষমতার পালাবদল চাইলে নির্বাচনে আসতে হবে জানিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনকে আওয়ামী লীগ সরকার সহায়তা করবে। যারা পরিবর্তন চান, নির্বাচনে আসুন। নির্বাচনে অংশ নিয়ে দেখুন আপনাদের জনপ্রিয়তা কতটুকু।’

গণঅভ্যুত্থানের স্বপ্নে বিভোর বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হয়নি। দেশের মানুষ আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির নেতৃত্বের পতন চায় বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না বলে, উল্টো তাদেরই (বিএনপি) ভরাডুবি হয়েছে। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনেও বিএনপিকে জনগণ বয়কট করেছে।’

যাদের ঘরেই গণতন্ত্র নেই তাদের মুখে গণতন্ত্রের আলাপ মানায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সম্পাদক বলেন, ‘তারা কথায় কথায় সরকারের পদত্যাগ চায়। যারা মার্কিন কূটনীতিক পিটার হাসের কাছে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন, আমি তাকে (পিটার হাস) বলব; বিএনপির ঘরে গণতন্ত্র নেই কেন প্রশ্ন করুন। দিন যায়, বছর যায় তাদের সম্মেলন হয় না। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

উন্নয়নের পরও সড়ক ও পরিবহনে শৃংখলা নেই বলে স্বীকার করে, ‘সড়কে দ্রুত শৃঙ্খলা আনতে সচেতনার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, রাস্তায় যেন বাস না রাখা হয় সে জন্য ৪টি বাস টার্মিনাল নির্মাণ করা হবে। সবকিছু একটা শৃঙ্খলায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘রোডস এন্ড হাইওয়ে সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার সভাপতি হবেন এলজিআরডি মন্ত্রী। বর্ষার শুরুতেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। দূষণ বন্ধে সিটি করপোরেশনসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন কাজের যে খোড়াখুড়ি, এসব কাজ এপ্রিলের আগে শেষ করতে হবে।’

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :