মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনবে পাকিস্তান
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার থেকে তেল কিনতে যাচ্ছে পাকিস্তান। অপরিশোধিত তেল সরবরাহের জন্য পরিবহন, বীমা, অর্থ প্রদান এবং রোলিংসহ সব জটিলতা সমাধান করতে সম্মত হয়েছে দুই দেশ।
এ নিয়ে শনিবার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। মার্চে হবে চূড়ান্ত চুক্তি। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসেই পাকিস্তান তেল পেতে শুরু করবে বলে জানিয়েছে জিও টিভি।
এমওইউ স্বাক্ষরের পর রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলে শুলগিনভ বলেছেন, আমরা আমাদের যৌথ চুক্তিতে এই চুক্তির জন্য একটি সময়রেখা স্থাপন করেছি। এটা মার্চের শেষের দিকে হবে।
এদিকে পাকিস্তানের তেলমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে মস্কোর কাছ থেকে তেল কেনা থেকে বিরত থাকবে না ইসলামাবাদ।
রুশ গণমাধ্যম আরটি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার এ সাক্ষাৎকার দেন মুসাদিক মালিক।
সাক্ষাৎকারে পাকিস্তানের অবস্থানের কথা তুলে ধরে মুসাদিক বলেন, পাক সরকার আগামী মার্চ মাস থেকে রুশ তেল কেনা শুরু করবে। এর আগে পাকিস্তান ও রাশিয়ার সরকারি কমিশনের বৈঠক হবে।
মুসাদিক মালিক আরও বলেন, “এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা কায়দায় রাশিয়ার তেল কিনতে শুরু করেছে। এতে সেসব দেশ লাভবান হচ্ছে এবং পাল্টা কোনো প্রতিক্রিয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ নেই। সেক্ষেত্রে রাশিয়া থেকে পাকিস্তানের তেল আমদানিতে কোনো সমস্যা দেখি না; এতে কোনো আইন বা নিয়ম ভঙ্গ হবে না। আমরা এমন কোনো কিছু করতে যাচ্ছি না যা একেবারে সম্পূর্ণ নতুন, যা বিশ্বের কেউ করেনি।” এ সময় তিনি রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোর তেল আমদানির কথা উল্লেখ করেন।
পাকিস্তানের মন্ত্রী বলেন, “রাশিয়া থেকে ইউরোপ জ্বালানি কিনছে এবং আপনি যদি ইউরোপের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য জ্বালানি আমদানির পরিমাণ তুলনা করেন তাহলে দেখবেন যে, তাদের তুলনায় ইসলামাবাদ সামান্যই তেল কিনতে পারবে।”
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস)