ফ্রান্সপ্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান করল দূতাবাস

অবশেষে সমাধান হলো ফ্রান্সপ্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট সমস্যার। যা ছিল ফ্রান্সে বসবাসরত অনিয়মিত প্রবাসীদের প্রাণের দাবি। সে দাবির প্রেক্ষিতে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট সমস্যার সমাধান করে।
সোমবার বিকালে বাংলাদেশ দূতাবাসের বলরুমে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ভুক্তভোগীদের হাতে সংশোধিত পাসপোর্ট তুলে দেন।
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্টে নাম ও বয়স সংশোধনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে ফ্রান্স বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়।
পাসপোর্ট বিতরণকালে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সমস্যা অত্যন্ত গুরুত্বসহ দেখেন। প্রধানমন্ত্রী ও সরকারের পাসপোর্ট সংক্রান্ত বিভাগগুলোর আন্তরিকতার ফলেই অত্যন্ত জঠিল এ বিষয়টি সমাধান হয়েছে।
এসময় ভুক্তভোগী প্রবাসীরা পাসপোর্ট হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান। বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ফ্রান্সে অনন্ত ৫ হাজার প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট জটিলতায় চরম দুর্ভোগ ও হতাশায় ভুগছিলেন। রাষ্ট্রদূত এম তালহার উদ্যোগে সমস্যার সমাধানের দিকে এগুচ্ছে।
রাষ্ট্রদূতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফ্রান্স-বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পাসপোর্ট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

প্যারিসে শীতকালীন পিঠা উৎসব

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারের অভিযোগে দুই বাংলাদেশি আটক

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের মতবিনিময়

ইতালির বলোনিয়া আ. লীগের সভাপতি নিয়ামত, সম্পাদক বিপ্লব

পোল্যান্ড আ. লীগের সভাপতি মনির, সম্পাদক সাকু

গৌহাটিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন

প্রবাসে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি মহিলা উদ্যোক্তাদের আয়োজনে অটাম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
