রাজধানীতে দুই শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৯ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)। রায়ে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভনে ডেকে নেন। ২০ টাকা দিয়ে বলেন যে, চলো আমরা রিকশায় করে ঘুরে আসি। এসময় আসামিরা শিশুদের রিকশার গ্যারেজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়েকে গোসল করানোর সময় শরীরে বিভিন্ন দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে উল্লেখিত বিষয়টি পরিবারকে জানায়।

এ ঘটনায় পরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

(ঢাকাটাইমস/২৯জানুায়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

রাষ্ট্রের মালিক জনগণ তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

রাষ্ট্রপতি নির্বাচন: রিটকারীদের আবেদন চেম্বারেও খারিজ

মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের ২ বছরের কারাদণ্ড

ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁস: কারাগারেই যেতে হলো বুয়েট অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আওয়ামীপন্থিদের বিজয়ী ঘোষণা

সুপ্রিম কোর্ট বারের ভোটে বিএনপি-জামায়াতপন্থী ৩৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :