এখনো ঝুঁকিমুক্ত নন বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে গত ১০ দিন ধরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। অভিনেত্রী এখনো ঝুঁকিমুক্ত নন বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
এই চিকিৎসক বলেছেন, ‘এখনো ঝুঁকি রয়েছে অভিনেত্রী শারমিন আঁখির। শ্বাসকষ্ট ছাড়াও মাঝেমধ্যে তার জ্বর আসছে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এদিকে আঁখির স্বামী রাহাত কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অবস্থা এখনো ভালো বলা যাবে না। আগের চেয়ে ৫ শতাংশ ভালো বলা যায়। তবে ঝুঁকি এখনো রয়েছে। পরিস্থিতি ভালো না হলে আঁখিকে আরও দুই-চার দিন আইসিইউতে থাকতে হবে। কারণ, এ ধরনের পোড়া রোগীদের নিয়ে ঝুঁকি সব সময়ই থাকে।’
রাহাত কবির আরও বলেন, ‘এখন আর আঁখিকে অক্সিজেন দিতে হচ্ছে না। পোড়া অংশের ড্রেসিং করা হয়েছে। এখন ওকে দিনের অধিকাংশ সময় ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে। আশা করছি শিগগিরই অবস্থার উন্নতি হবে। সবার কাছে আঁখির সুস্থতার জন্য দোয়া চাই।’
গত ২৮ জানুয়ারি মিরপুরে একটি নাটকের সেটে অগ্নিদগ্ধ হন আঁখি। মেকআপ রুমে শর্ট সার্কিট থেকে ঘটা বিস্ফোরণে অভিনেত্রীর হাত-পা, মুখসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তড়িঘড়ি তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার সময় আঁখির স্বামী নাট্য পরিচালক রাহাত কবির শুটিং সেটের নিচেই ছিলেন। তিনি জানিয়েছিলেন, শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওপরে যাই। গিয়ে দেখি আঁখির হাত, পা, মুখ পুড়ে ঝলসে গেছে। পরে চিকিৎসকেরা হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

ঈদে ফিরছেন শাকিব-বুবলী

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ: মুখ খুললেন পরিচালক আশিকুর রহমান

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা পল গ্র্যান্ট

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত বুবলী, যা লিখলেন শাকিব খান

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম. খালেকুজ্জামান আর নেই

শাকিব খান ইস্যুতে সোচ্চার সহকর্মী নায়করা

রণবীর আপাতত ‘বাদ’, শাহরুখ-সালমানকে নিয়ে নতুন প্রজেক্ট বানসালির

বলিউডের একসময়ের আবেদনময়ী নায়িকা এখন সন্ন্যাসিনী, করেননি বিয়ে

৪৬ বসন্তে রানী মুখার্জী
