সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মোসলেম উদ্দিনের মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারাল।’
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মোসলেম উদ্দিন গত রবিবার রাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন