বাংলাদেশকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সালাম

বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে- এমন প্রশ্ন করা হলে লিওনেল মেসির সঙ্গে কেউ কেউ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও বলবেন। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মুখে এবার বাংলাদেশের নাম শোনা গেল। শুধু কি তাই, বাংলাদেশকে সালামও জানিয়েছেন তিনি।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড মূল্যে সৌদি আরবীয় ক্লাব আল নাসেরে পাড়ি জমিয়েছেন সিআর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সৌদি আরবের অসংখ্য বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে কেউ কেউ রয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো ভক্তও।
এমনই এক বাংলাদেশি ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকার সঙ্গে। সেখানেই এক ভিডিও বার্তায় বাংলাদেশকে সালাম জানিয়েছেন রোনালদো। অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রোনালদো বলছেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ।'
উল্লেখ্য, সৌদি প্রো লিগে আল নাসেরের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও তৃতীয় ম্যাচে টাইব্রেকার থেকে অভিষেক গোল করেছেন তিনি। আর পয়েন্ট টেবিলে শীর্ষেই অবস্থান করছে তার দল আল নাসের। ১৫ ম্যাচে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা আল নাসেরের সংগ্রহ ৩৪ পয়েন্ট।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ
ডর্টমুন্ডকে হারিয়েই শীর্ষে উঠল বায়ার্ন

নিজ নিজ ম্যাচে সিটি-আর্সেনালের জয়

এলচের জালে বার্সার চার গোল

টানা ষষ্ঠ জয়ে শীর্ষে মাশরাফির রূপগঞ্জ

প্রথম জয় পেল মোহামেডান

সাকিব-লিটনকে নিয়ে আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

যেকারণে কলকাতার অধিনায়ক করা হয়নি সাকিবকে

ভাড়া করা বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজ

নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ালিফিকেশনের কাছাকাছি প্রোটিয়ারা
