ভাষা আন্দোলনের আত্মত্যাগী নেত্রী মমতাজ চরিত্রে নিপুণ

ভাষা আন্দোলনের নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষাসৈনিকের নাম মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে তিনি তিলে তিলে নিজেকে উৎসর্গ করেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নানারকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন।
নিজের জীবন, সংসার বিপন্ন করেছেন কিন্তু ভাষা আন্দোলনের প্রশ্নে কখনো আপস করেননি। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা। নাম 'ভাষার জন্য মমতাজ'। আর এতে মমতাজের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিনেমাটি পরিচালনা করবেন সারোয়ার তামিজউদ্দিন।
নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন নিপুণ নিজেই। পোস্টে তিনি জানান, এই চলচ্চিত্রটিতে ভাষা আন্দোলনের নেত্রী 'মমতাজ বেগমের' ভূমিকায় দেখা যাবে তাকে। আর তার স্বামী ফরিদপুরের মান্নাফের ভূমিকায় গাজী আব্দুন নূর।
সরকারি অনুদানের নির্মিতব্য এ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী প্রমুখ।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএম/এসএম)

মন্তব্য করুন