ভাষা আন্দোলনের আত্মত্যাগী নেত্রী মমতাজ চরিত্রে নিপুণ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩
অ- অ+

ভাষা আন্দোলনের নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষাসৈনিকের নাম মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে তিনি তিলে তিলে নিজেকে উৎসর্গ করেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নানারকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন।

নিজের জীবন, সংসার বিপন্ন করেছেন কিন্তু ভাষা আন্দোলনের প্রশ্নে কখনো আপস করেননি। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা। নাম 'ভাষার জন্য মমতাজ'। আর এতে মমতাজের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিনেমাটি পরিচালনা করবেন সারোয়ার তামিজউদ্দিন।

নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন নিপুণ নিজেই। পোস্টে তিনি জানান, এই চলচ্চিত্রটিতে ভাষা আন্দোলনের নেত্রী 'মমতাজ বেগমের' ভূমিকায় দেখা যাবে তাকে। আর তার স্বামী ফরিদপুরের মান্নাফের ভূমিকায় গাজী আব্দুন নূর।

সরকারি অনুদানের নির্মিতব্য এ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা