​ঢাবি কুইজ সোসাইটির ‘কুইজ ফেস্ট-২০২৩’ আগামী ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির উদ্যোগে ‘Marketearz Presents: Dhaka University Quiz Fest-2023’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জন্য অন্যতম বৃহৎ সংগঠন। সাপ্তাহিক সেশন, ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। জ্ঞান নির্ভর একটি জাতি গঠনে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির এই পথ চলা নিরন্তর ।

বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিকতায় ডিইউকিউএস প্রতি বছরের ন্যায় এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘Marketearz Presents: Dhaka University Quiz Fest-2023’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা, ড. মুহম্মদ মাহবুবুর রহমান, মডারেটর ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি, ড. রায়হান সরকার, মডারেটর ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি প্রমূখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক ও স্নাতকোত্তর) সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিএসআইআর এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার,পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিমন আল মাহদী, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি সঞ্চালনায় থাকবেন শোয়াইব রহমান, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি।

মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ঢাকাটাইমস, যমুনা টিভি, দৈনিক সমকাল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো নিউজ ২৪ ও রেডিও কার্নিভাল। ব্রডকাস্টিং পার্টনার দ্যা ডেইলি ক্যাম্পাস এবং বাংলাদেশ মোমেন্টস্। বিস্তারিত জানতে চোখ রাখুন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির ওয়েবসাইট (www.duqs.org), ফেসবুক পেইজে (www.facebook.com/duqs.org)।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি বিএনসিসির প্রাক্তনদের হাতপাখা বিতরণ কর্মসূচি

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :