কীভাবে মালয়েশিয়া যায় কিছুই বলতে পারছে না রাতুল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৪ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৩

অবশেষে নিজ বাড়িতে ফিরেছে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার কিশোর মো. রাতুল ইসলাম (১৪)। ছেলেকে ফিরে পেয়ে আনন্দ অশ্রু মা-বাবার চোখে।

বুধবার সন্ধ্যায় জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে নিজের বাড়িতে পৌঁছায় রাতুল।

বিষয়টি নিশ্চিত করেন তার বাবা মো. ফারুক মিয়া। ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের মা-বাবা।

এদিকে কীভাবে কনটেইনারে করে মালয়েশিয়া চলে গিয়েছিল রাতুল, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছে না এই কিশোর।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়া যায়। ১৬ জানুয়ারি দেশটির কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকেরা। পরে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করে তার পরিবারের লোকজন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :