পদ্মায় বালুবাহী ট্রলারে সস্ত্রাসী হামলায় দুই শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৬

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই শ্রমিক হলেন- বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৫০)।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানান, ট্রলারে বালু ভর্তি করে নিয়ে যাচ্ছিল শ্রমিকরা। এসময় একটি স্পিডবোটে আসা চার থেকে পাঁচজন সস্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালায়। এতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এ ঘটনার ৪-৫ মাস আগেও রাজবাড়ীর পদ্মার ধাওয়াপাড়া এলাকায় বালুবাহী ট্রলারে সস্ত্রাসীরা গুলি করে দুজন শ্রমিককে আহত করেছিল।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :