খিলগাঁওয়ে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি চক্রের মূলহোতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫২

রাজধানীর খিলগাঁওয়ে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি চক্রের মূলহোতাকে আটক করেছে র‍্যাব। তার নাম মো. রাসেল আহমেদ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি ওয়াকিটকি সেট ও একটি চার্জার জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব জানায়, আটক রাসেল আহমেদ পঞ্চগড় জেলার সদর থানার ভিতরগড় গ্রামের মো. কবিরুল ইসলামের ছেলে।

রাসেলের বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, রাসেল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রি করে আসছিল।

বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা অবৈধভাবে এসব ওয়াকিটকি সেট কিনে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আটক রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :