‘নারী হয়ে জন্মানো নিয়ে একবারই আফসোস হয়েছিল, যেদিন...

জাহারা মিতু
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩, ১২:০৭

জীবনে একবারই নারী হয়ে জন্মানো নিয়ে আফসোস হয়েছিল, যেদিন আব্বুর খাটিয়ায় কাঁধ মেলাতে পারিনি। এই অধিকারটুকু ছিল শুধু আমার ভাইয়ের জন্য। আমরা চার বোন দাঁড়িয়ে আব্বুর শেষ যাওয়া দেখেছি।

এর আগে বা পরে কখনোই আর নারী হয়ে জন্মানো নিয়ে আফসোস হয়নি। সেদিন বুঝেছিলাম কিছু কাজ শুধু ছেলেদেরই মানায়, আর কিছু কাজ মেয়েদের। এই সত্য মেনে নিয়েছি বলেই জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর।

আমি সম-অধিকারের জন্য চিল্লাই না, আমি বিশ্বাস করি আমার যেটুকু শক্তি, যেটুকু সামর্থ্য; তার সবটুকুর সর্বোচ্চ ব্যবহার করাই আমার জীবনের সফলতা। আমি মানুষ। আমি শিক্ষা পেয়েছি আমার মতন করে বাঁচার।

লেখক: মডেল, উপস্থাপিকা, লেখিকা ও চিত্রনায়িকা

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :