রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট শুনতে বিব্রত হাইকোর্ট

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট শুনতে এক বিচারপতি ‘বিব্রত’ বোধ করার পর আবেদনটি প্রধান বিচারপতি বরাবর পাঠিয়েছেন হাইকোর্টের ওই বেঞ্চ।
এক আইনজীবীর করা রিটটি রবিবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আসে।
বিচারপতি আহমেদ সোহেল এ বিষয়টি শুনানি করতে বিব্রত বোধ করেন। একপর্যায়ে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানি না করে প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দেওয়ার আদেশ দেন।
এসময় আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারি আইনজীবী এম এ আজিজ খান। তিনি ৭ মার্চ মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তীতে গেজেট প্রকাশের বিষয়টি চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত বিচারক ও দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
(ঢাকাটাইমস/১২মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

ইউএনওদের ক্ষমতা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, চার পর্যবেক্ষণ

দন্ত চিকিৎসক বুলবুল হত্যা: পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন পেছাল

পরীমনির মাদক মামলা স্থগিতের আবেদনের শুনানি ১ জুন

দুদকের মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুজন

প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের তথ্য হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ

ফালুর বিরুদ্ধে ঢেউটিন আত্মসাতের মামলায় দুদকের রিভিউ খারিজ

জেনে নিন ১৬৪ ধারার জবানবন্দি কিভাবে সাজানো-পাতানোও হয়!

ভুয়া কোম্পানিকে ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদন কীভাবে, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

আপিল বিভাগের নজরে মেয়র তাপসের বক্তব্য
