মিরপুরে দুই মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৬:৩৪

রাজধানীর মিরপুর এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন-মো. দুলাল আলী ও মো. আবদুল লতিফ।

শনিবার দুপুরে র‍্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার দুপুরে র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৮৫ গ্রাম হেরোইনসহ মো. দুলাল আলী ও মো. আবদুল লতিফ নামের দুই মাদক চোরা কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জায়গা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :