সাকিবের পর অভিষিক্ত হৃদয়ের ফিফটি, দুইশ পেরোলো বাংলাদেশ

সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের পর এবার ফিফটি তুলে নিলেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। আর তাতেই দুইশ ছাড়িয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৬ রান।
এখন ৮৯ রানে সাকিব ও ৫০ রানে হৃদয় ব্যাট করছেন।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। আরেক ওপেনার লিটন কুমার দাস করেন ২৩ রান।
তৃতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করে যাচ্ছিলেন সাকিব-শান্ত। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ম্যাকব্রিনের করা বলে বোল্ড হন ব্যক্তিগত ২০ রানে।
পরের উইকেটে খেলতে নামেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। তাকে নিয়ে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করে যাচ্ছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত গড়েছেন অপ্রতিরোধ্য ১২৪ রানের জুটি। দুজনই ফিফটি পূর্ণ করেছেন।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএম)

মন্তব্য করুন