জামিনে বের হয়ে ফের মাদক কারবারি, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১১:৫৮
অ- অ+

মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৬ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৪১), মো. জহিরুল ইসলাম (২২), মো. তারিকুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (৪০), ও মো. রাজিব মিয়া (২৭)।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় এই কারবারের সঙ্গে যুক্ত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার চর বারইল গ্রামে উপ-পরিদর্শক রিপন নাগ ও চর গড়পাড়া গ্রামে উপ-পরিদর্শক ফরহাদুজ্জামান ভূইয়া অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন।’

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭২ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২২মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা