জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৫:৫৮

হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিহে ১-০ তে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান তুলে রোডেশীয়রা। জবাবে খেলতে নেমে ১ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় ডাচদের।

ম্যাচের শুরুতেটস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডসের দলনেতা স্কট এডওয়ার্ডস। করতে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন ক্রেইগ আরভিন এবং গ্যারি ব্যালান্স। ইনোসেন্ট কায়ার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।

রান আউট হওয়ার আগে ওয়েসলি মাধভিরে করেন ১৭ রান। এছাড়া সিকান্দার রাজা ২২ রান, ও রায়ার্ন বার্ল করেন ১০ রান।

মাত্র ৯৬ রানে ৬ উইকেট হারানো জিম্বাবুয়ের পক্ষে দেশড় রান করায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে উইকেটকিপার ব্যাটার ক্লাইভ মদনদে ওয়েলিংটন মাদাকাদজা ও রিচার্ড এনগারাভাদের নিয়ে জিম্বাবুয়ে শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন। ব্যক্তিগত ফিফটি পূরণের পর থামেন ৭৪ রানে। আর ওয়েলিংটন মাসাকাদজা ৩৪ ও রিচার্ড এনগারাবা ৩৫ রান করেন।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর ১১০ রানে হারায় ষষ্ঠ উইকেট। বিক্রমজিৎ ৮, টম কুপার ১, মুসা আহমেদ শূন্য, ম্যাক্স ওডুড ২০ ও স্কট এডওয়ার্ডস ৭ রান করেন। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫০ রানেই সাজঘরের পথ ধরেন কলিন অ্যাকেরম্যান।

এ সময় মনে হচ্ছিলো সহজ জয়ের দিকেই এগোচ্ছে স্বাগতিকরা। কিন্তু ডাচদের হয়ে ক্রিজে খুঁটি গাড়েন নিদানামুরু। শারিজ আহমদকে নিয়ে ১১০ রানের জুটি গড়েন তিনি। এই জুটিই জিম্বাবুয়ের জয়ের আশা শেষ করে দেয়। ৩৭ বলে ৩০ রান করে রানআউট হন শারিজ আহমেদ। পরে পল ভ্যান ম্যাকেরানকে নিয়ে জয় নিশ্চিত করে নিদানুমারু।

ব্যক্তিগত শতক পূরণের পর অপরাজিত থাকেন ১১০ রানে। ৯৬ বলে খেলা তার এই ইনিংসটি নয়টি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে মাত্র ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন ম্যাকেরান।

(ঢাকাটাইমস/২২মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :