যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড, সাত বছর পর ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৪:৫৩| আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:২১
অ- অ+

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আব্দুল খালেক তালুকদার। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এটিইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

গ্রেপ্তার আব্দুল খালেকের বাড়ি নেত্রকোনার পূর্বধলার খারচাইল গ্রামে।

পুলিশ জানায়, ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১-এ খালেকের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা হওয়ার পর আত্মগোপনে চলে যান। দীর্ঘ চার বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতেই ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে খালেকসহ অনান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়।

রায়ে অন্য চার পলাতক আসামির সঙ্গে খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এটিইউ।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা