দূষিত বায়ুর শহর: নবম থেকে আজ ছুটির দিনে পঞ্চমে এল ঢাকা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ০৯:৪৬
অ- অ+

গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার বাতাস বেশ ভালো থাকলেও আজ শুক্রবার ছুটির দিনে গতকালের চেয়ে খারাপ হয়েছে। আইকিউ এয়ারের সূচকে স্কোর ১৬০ নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরে তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম। গতকাল ১৩৭ স্কোর নিয়ে নবম অবস্থান ছিল ঢাকা।

আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে এসব তথ্য দেখা গেছে।

তালিকায় দেখা গেছে, দিল্লির পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ইরাকের বাগদাদ, থাইল্যান্ডের চিয়াংমাই এবং পাকিস্তানের লাহোর। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও ভিয়েতনামের হ্যানয়ে।

শূন্য স্কোর নিয়ে আজ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।

আইকিউ এয়ারের তালিকায় বিশ্বের ১০২টি শহরকে মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে।

কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানে কোনো শহরের নাম নেই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা