ম্যাধভেরের হ্যাটট্রিক, ১ রানের রোমাঞ্চকর জয় জিম্বাবুয়ের

হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টানা তিন বলে তিন ডাচ ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার ওয়েলসলে ম্যাধেভেরে। আর ম্যাচটিতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ২৭১ রান তুলে জিম্বাবুয়ে। জবাবে ২৭০ রানে থেমেছে নেদারল্যান্ডস।
রান তাড়া করতে নেমে ১৪ রানে সাজঘরে ফেরেন নেদারল্যান্ডসের ওপেনার বিক্রমজিৎ সিং। দ্বিতীয় উইকেট জুটিতে টম কুপার ও ম্যাক্স ও’দাউদ জিম্বাবুইয়ান বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন। এ সময় দুজন মিলে ১২৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যান। ফিফটি পূরণের পর ৭৪ রানে কুপার ও ৮১ রানে ও’দাউদ আউট হন।
এই দুই ব্যাটার আউট হওয়ার পর পড়তে থাকে একের পর এক উইকেট। এরপরও ম্যাচের শেষ পর্যন্ত লড়ে যান দলনেতা স্কট এডওয়ার্ডস। কিন্তু পারেননি দলকে জেতাতে। এডওয়ার্ডস ৩৬, অ্যাকেরম্যান ২৮ রান করেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান তোলে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন শন উইলিয়ামস। ক্লাইভ মাদান্দে করেন ৫২ রান। এছাড়া ম্যাধভেরে ৪৩ আর ক্রেইগ আরভিন করেন ৩৯ রান।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানরা

রিয়ালেই থাকছেন করিম বেনজেমা!

জয়ের সেঞ্চুরি, শেষ টেস্ট ড্র করল বাংলাদেশ ‘এ’ দল

জাপানে রোনালদোর মুখোমুখি হচ্ছে পিএসজি

সিটিকে হটিয়ে এফএ কাপ জিততে চায় ইউনাইটেড

ডাকেটের সেঞ্চুরিতে লিড নিচ্ছে ইংল্যান্ড

আফগানিস্তানকে ২৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সৌদি ফুটবলে দোল খাচ্ছেন রোনালদো

মেসির পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করলেন গালতিয়ার
