সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১২:৫৬

বিএনপির সঙ্গে সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিইসি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য বিএনপি মহাসচিবকে একটি চিঠি দিয়েছিলাম যে, আপনারা অনানুষ্ঠানিকভাবে বৈঠকে অংশগ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেওয়া হয়েছে। বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা তারা পেয়েছেন।’
(ঢাকাটাইমস/২৮মার্চ/এফএ)

মন্তব্য করুন