মির্জাপুরে বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ২২:০৮

টাঙ্গাইলের মির্জাপুরে ‘গড়ব বিজ্ঞানী সাজাব বাংলাদেশ’ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) এই কর্মশালার আয়োজন করে।

বুধবার উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিজ্ঞান ক্যাম্প হয়েছে। এর আগে মঙ্গলবার বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বাছাই করে হাতে-কলমে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী দিনের বিজ্ঞান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ।

অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা তার বক্তব্যের পুরোটা সময় শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দুই দিনের বিজ্ঞান ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করেন।

বিজ্ঞান ক্যাম্পের সমাপনী দিনে উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে জানার সুযোগ পায় বলে জানান সিএইচআরএফ মির্জাপুর ফিল্ড অফিসের ইনচার্জ মোহাম্মদ শামীম হাসান।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :