নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সা ও আর্সেনাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৮:০৩
অ- অ+

দুই লেগ মিলিয়ে রোমাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গতকাল উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। এমিরেটসে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে দুই লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হয়েছিল গানাররা।

এদিকে গত সপ্তাহে ইতালীর রাজধানীতে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জয় নিয়ে আগে থেকেই এগিয়ে যাওয়া বার্সেলোনা গতকাল প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়। ক্যাম্প ন্যুয়ে ৫৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের হয়ে জোড়া গোল করেন সুইডিশ আন্তর্জাতিক ফ্রিডোলিনা রোলফো । দুই গোলের মাঝে দূরপাল্লার শটে লক্ষ্য ভেদ করেন তার সতীর্থ ম্যাপি লিওন।

বিরিতর পরপর পোস্টের বেশ কাছ থেকে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন আসিসাত ওশোলা। এরপর কর্নারের বল জালে জড়িয়ে বার্সেলোনাকে ৫ গোলের ব্যবধানে নিয়ে যান পাত্রি গুইজারো। রোমার হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন অ্যানামারিয়া সার্তুরিনি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা