অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩, ১৮:০২

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মো. রবিউল মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে অপহরণ হওয়া ওই ছাত্রীকে ১৮ দিন পর উদ্ধারও করা হয়েছে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম।

গ্রেপ্তার রবিউল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া গ্রামের বাসিন্দা।

পরিদর্শক মো. আবুল কালাম জানান, ‘১৬ মার্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনসহ নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় না তার পরিবার। এ ঘটনায় ২ এপ্রিল ভিকটিমের মা ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাত ৩ টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে ভিকটিম ও অপহরণকারীকে ঘিওর থানায় হস্তান্তর করা হয়েছে।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার হওয়া রবিউলকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। সেই সাথে ভিকটিমকেও জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হবে।’

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :