শুটিং শেষ, চলতি বছরই মুক্তি পাচ্ছে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৩, ১৬:৫০

ঘূর্ণিঝড় সিত্রাং, বৃষ্টি, তীব্র তাপদাহ মোকাবেলা করে অবশেষে সম্পূর্ণ হলো সোহেল রানা বয়াতি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’র চিত্রধারণের কাজ। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্যে করেছেন মাসুম রেজা।

২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয় কিন্ত সুপার সাইক্লোন সিত্রাংয়ের তান্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্থ হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। গত ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল।

নির্মাতা বলেন, ‘প্রান্তিক মানুষদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন-যাপন করতে হয় আমাদেরকে তেমন সিত্রাং ঝর, বৃষ্টি, তীব্র তাপদাহ মোকাবেলা করে কাজ করতে হয়েছে। আনন্দের ব্যাপার হচ্ছে কোন বাধাই আমাদের মনোবল নষ্ট পারে নাই ফলে সবার আন্তরিক প্রচেষ্টায় ও অমানবিক পরিশ্রমে সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমি ভাগ্যবান প্রথম চলচ্চিত্রে সবার এতটা সহযোগিতা পেয়েছি।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরিও শিশুশিল্পী উষশী।

দ্বিতীয় লটের শুটিং অভিজ্ঞতা নিয়ে নয়া মানুষ চরিত্রে অভিনয় করা রওনক হাসান বলেন, ‘তীব্র তাপদহে সবাই অসহায় হয়ে যাই, কিছু অভিনয় শিল্পী ও কলাকুশলী অসুস্থ হয়ে পরে। কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিল যেকোন মূল্যে শুটিং শেষ করা। কারণ এবার শুটিং শেষ করতে না পারলে আবার নতুন করে সেট নির্মাণ, সবার লুক সেট ও সময় মিলানো কঠিন ছিল। বিশেষ করে এমন স্বাধীন চলচ্চিত্রের বাজেট স্বল্পতার কারণে সেটা আরও বেশি কঠিন।’

মৌসুমী হামিদ বলেন, ‘সেহরির সময় আমাদের কাজ শেষ হতো, আমরা শহরের একটা হোটেলে অবস্থান করতাম, চর থেকে হোটেলে যেতে ২ ঘন্টা সময় লাগত। হোটেলে ২-৩ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার চরে ফিরতে হতো। প্রতিদিন ১৮-১৯ ঘন্টা এই তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।’

সিনেমাটি মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্মস’র প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, প্রথম লটের ফুটেজের সম্পাদনার কাজ আমরা পূর্বেই শেষ করে রেখেছি। আশা করছি, বাকি সম্পাদনা ও অনান্য কাজ আমরা দ্রুত শেষ করে এই বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌছে দিতে পারব।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :