ভেঙ্কাটেশের সেঞ্চুরি, কলকাতার সংগ্রহ ১৮৫ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ১৭:৫০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভেঙ্কাটেশ আয়ারের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তুললো কলকাতা নাইট রাইডার্স। ফলে জিততে হলে মুম্বাইকে তুলতে হবে ১৮৬ রান।

ম্যাচের শুরুতে টস জিতে কলকাতাকে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বাই ইন্ডিয়ান্সের দলনেতা সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কলকাতা। শূন্যরানে ওপেনার নারায়ন জাগাদ্বিশন ও ৮ রানে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। আর নীতিশ রান ফেরেন ৫ রানে।

এদিকে আসা-যাওয়ার মিছিলের মাঝে একাই খেলতে থাকেন ভেঙ্কাটেশ আয়ার। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন তিনি। আইপিএল ক্যারিয়ারে এটিই তার প্রথম শতক। আউট হওয়ার পূর্বে করেন ৫১ বলে ১০৪ রান। এরপর শার্দুল ঠাকুর ১৩, রিংকু সিং ১৮ আউট হন। আর ২১ রানে রাসেল ও ২ রানে নারিন অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :