তালুকদার আব্দুল খালেককে আ.লীগের মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ২২:২৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে আবার নৌকা প্রতীকে মনোনায়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে প্রাঙ্গণে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।

এ সময় প্রধান অতিথির খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, দক্ষিণাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেককে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। খুলনা মহানগরীকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, বিগত দিনে খুলনায় অনেক মেয়র ছিলেন, তারা খুলনার জন্য কি করেছেন তা জনগণ দেখেছেন। খুলনার উন্নয়নে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তালুকদার আব্দুল খালেকের উন্নয়ন কর্মকান্ডের প্রচার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগ, সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, জেলা যুবলীগের সভাপতি শেখ রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক শেখ শাহ্জালাল হোসেন সুজন, যুবলীগ নেতা আবুল হোসেন, কবীর পাঠান, তাজুল ইসলাম, কাউন্সিলর সুলতান আহমেদ পিন্টু, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, আরীফুর রহমান আরীফ, জামিল আহমেদ সোহাগ, সবুজ হাজরা, পলাশ মন্ডল, রফিকুল ইসলাম রফিক, সজল বাড়ৈই, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, রফিকুল ইসলাম রফিক, মাহামুদুর রহমান রাজেশ, জনি বসু, রুম্মান আহমেদ, সাগর মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী ইউসুফ আলী মন্টু, কামরুল ইসলাম, রাজিব হোসাইন, আকরাম হোসেন, জিলহাজ্জ হাওলাদার, নজরুল ইসলাম নবী, মিঠু দে, তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, রবিউল ইসলাম প্রিন্স, শফিকুল ইসলাম অভি, আসাদুল ইসলাম সানি, ফাহিদ হোসেন ঐশর্য, দিদারুল আলম, কবির হোসেন, রবিন ধন, রফিকুল ইসলাম কাজল, ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সোহান, দিদারুল আলম, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহমুদুল ইসলাম রাজেশ, বায়জিত সিনা, আব্দুল কাদের সৈকত, আহনাফ অর্পন, শংকর কুন্ডু, শাহরিয়ার নেওয়াজ রাব্বি, অভিজিৎ সরকার রাহুল, রুম্মান আহমেদ, সাইফুল ইসলাম সাব্বির, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :