চিরিরবন্দরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৩:১০| আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৩:৫২
অ- অ+

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা চিরিরন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী (৩২), তাদের ছেলে অর্ণব (৭) ও পল্লবীর ভাগনে অপূর্ব (১০)।

দুর্ঘটনায় আহতরা হলেন, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), পল্লবীর দুই ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পল্লবীরা পরিবারের সবাই অটোরিকশায় করে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে উচিতপুর নামক স্থানে পেছন থেকে একটি বাস তাদের অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, এর আগে সকালে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
র‍্যাব-পুলিশের নজিরবিহীন নিরাপত্তা
গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা