ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহত

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে শনিবার ভোরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।
পুলিশ জানায়, সাদেক আলী ও হাবিবুর রহমান সারারাত অটোরিকশা চালিয়েছেন। ভোরে একই ছিনতাইকারী দল গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
নিহত সাদেকের বড় ভাই মোশারফ বলেন, সাদেক শুক্রবার রাত ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন