রামপুরায় ব্যক্তিগত গাড়ি থেকে মদ্যপ তরুণ-তরুণী আটক, অতঃপর যা হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১২:০০

রাজধানীর রামপুরার থানা এলাকায় ব্যক্তিগত গাড়ি থেকে মদ্যপ অবস্থায় এক তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সারাবান তহুরা ও সাদমান।

রবিবার দিবাগত রাতে মালিবাগ চৌধুরীপাড়া মোড়ে একটি কালো রঙের গাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে রামপুরা থানার মালিবাগ চৌধুরী পাড়ার আবুল হোটেলের সামনে থেকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই তরুণ-তরুণীকে আটক করা হয়। কিন্তু আটকের পর থেকেই তারা পুলিশের সঙ্গে অস্বাভাবিক আচারণ করতে শুরু করেন। তখন পুলিশ তাদের তাদের পাকস্থলী ধৌত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। ওই সময়ে সারাবান তহুরা নামের ওই তরুণী হাসপাতালে থাকা সবার সঙ্গে অস্বাভাবিক আচারণ করতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরে ওই যুগলের বিরুদ্ধে মদপান করে মাতলামির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁরও অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার মো. রাশেদুল ইসলাম।

তিনি ঢাকা টাইমসকে বলেন, তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আমরা তাদের আদালতে পাঠিয়ে দিয়েছি।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :