গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে যুবকের মৃত্যু

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৩:২৩
অ- অ+

গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন অপর আরোহী মো. জাহিদ হাসান (৩৮)।

বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মোটরসাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণ করতে যান। সেখান থেকে খুলনা ফিরছিলেন তারা।

এ সময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা গেলে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা