হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৩, ১৬:১৮ | প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১৪:৫২

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতের এ আদেশের ফলে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকলো।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আদালতের আদেশ শেষে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এছাড়া মেয়র পদে তার মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের পক্ষে কাজ করবেন।

২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হওয়া জাহাঙ্গীর আলমকে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। রাজধানী লাগোয়া এই সিটির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বেছে নিয়েছে আজমত উল্লা খানকে।

দলের সেই সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন চলতি বছরের শুরুতে আওয়ামী লীগের ক্ষমা পাওয়া জাহাঙ্গীর। তবে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ব্যর্থ হন গাজীপুরের সাবেক এই মেয়র। এরপর রবিবার হাইকোর্টে রিট করেন ক্ষমতাসীন দলের ‘বিদ্রোহী’ নেতা জাহাঙ্গীর।

রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুরের রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। সোমবার শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।

(ঢাকাটাইমস/০৮মে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা: এসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

হোটেল কর্মচারী সিয়াম হত্যা: আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন

গণহত্যা: শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ অভিযোগ

এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলম তিন দিনের রিমান্ডে

সাবেক গভর্নর, সালমান এফ রহমানসহ বিআইএফএফএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালপুত্র জ্যোতি চার দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা জনি হত্যা: আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :