সাতক্ষীরা সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৩, ১৪:৪৫| আপডেট : ০৯ মে ২০২৩, ১৫:০৬
অ- অ+

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রবিবার রাতে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ তথ্যের ভিত্তিতে ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের নেতৃত্বে অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি চৌকষ আভিযানিক দল কলারোয়া থানার কাকডাঙ্গা সীমান্তের গ্যাড়াখালী নামের জায়গায় গোপনে অবস্থান নেয়। ওইদিন রাত পৌনে ১২টার দিতে বিজিবির আভিযানিক দল কিছিু ব্যক্তিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় অস্ত্র পাচারকারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করলে রাতের অন্ধকারে নদী তীরবর্তী ঘন বনের মধ্য দিয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকা তল্লাশি করে ইউএসএর তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজি জব্দ করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মে/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা