সারা দেশে বজ্রপাতে ১৫ জনের প্রাণহানি

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৩ মে ২০২৩, ২২:২৪ | প্রকাশিত : ২৩ মে ২০২৩, ২২:১১

সারা দেশে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে নরসিংদীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কৃষক, পাবনায় ২ শ্রমিক, নওগাঁয় ১ জন, নেত্রকোনায় ১ কৃষক, চাঁদপুরে ১ জন, কুড়িগ্রামে ১ জন, পটুয়াখালীতে ১ জনসহ ৮ জেলায় মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী

বজ্রপাতে সবচেয়ে বেশি মারা গেছে নরসিংদীতে। নরসিংদীতে পৃথক বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জেলা সদর, রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

রায়পুরা উপজেলার নিহতরা হলেন-শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫) ও নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২)। মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫), শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), নরসিংদী শহরের পশ্চিমকান্দাপাড়া মহল্লার সুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪)।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে দুপুর ২টার দিকে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বাড়ি গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে।

অপরদিকে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে মোজাম্মেল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। নিহত মোজাম্মেল হক আশুরাইল গ্রামের মতি মিয়ার ছেলে।

পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বজ্রপাতে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকালে উপজেলার বেতুয়ান গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল হোসেন (১৯) ও রমিজ উদ্দিন (৩০)। এ সময় বজ্রপাতে আরও অন্তত ১৩ জন আহত হয়। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সেইসঙ্গে আহতদের হাসপাতালে চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে।

নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলার বাগজান হাওরে ব্জ্রপাতে জয়নাল (২৫) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (২৩ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল বাগজান গ্রামের আবু চানের ছেলে।

মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, ব্জ্রপাতে নিহত জয়নালের দাফনের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

নওগাঁ

নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে জামিল হোসেন (২০ ) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ভবানীপুর গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটেছে। জামিল হোসেন ওই গ্রামের মৃত আজাদ আলির ছেলে।

রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গ্রামে বজ্রপাতে মো. হাসান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৩টার দিকে ওই গ্রামের গফুর মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই বাড়ির মৃত কামাল উদ্দিন মিজির ছেলে।

রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হাসানের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী

পটুয়াখালীর দশমিনায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে বজ্রপাতের এ ঘটনা ঘটেছে।

নিহত উপজেলার সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কাঠাখালি গ্রামের চাঁনমিয়া হাওলাদার বাড়ির মৃত্যু আলী হাওলাদার ছেলে মো. আ. রউফ হাওলাদার (৬০)।

ইউপি সদস্য মো. ওলিউল ইসলাম হাওলাদার বজ্রপাতে এক জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শাহাজালাল (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টায় তিস্তা নদী বেষ্টিত উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাজালাল দলদলিয়া ইউনিয়নের গণক পাড়ার রহিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, শাহাজালাল বাদাম ক্ষেতে দিনমজুরি করতে চর গোড়াই পিয়ার এলাকায় যান। বিকেল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য কর সুবিধা চালু রাখবে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রে আমার একটা সুতাও নাই: ঢাকা টাইমসকে আজিজ আহমেদ

লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী: তদন্তে যা বেরিয়ে এলো

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

আগেও বাংলাদেশে যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র

ভোটার উপস্থিতি কম: সিইসি বললেন ‘রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত’

উপজেলা নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

নিষেধাজ্ঞার পর যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :