৫ রানে ৫ উইকেট আকাশের, লখনৌকে হারিয়ে কোয়ালিফায়ারে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাক টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৫:১৫| আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:১৮
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বল হাতে আগুনের গোলা ছুড়েছেন মুম্বাইয়ের পেসার আকাশ মাধওয়াল। মাত্র ৫ রানের খরচায় পেয়েছেন পাঁচটি উইকেট। তাতেই লখনৌকে ৮১ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান তুলে মুম্বাই। জবাবে নেমে ১০১ রানে থেমেছে লখনৌর ইনিংস।

আইপিএলের এলিমিনেটর ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ৮১ রানে হারিয়েছে লক্ষ্ণৌকে। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত হয়েছে মুম্বাইয়ের। ফলে আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের টিকিট পাবে। ইতোমধ্যে প্রথম কোয়ালিফাইয়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে চেন্নাই। আগামী ২৮ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গতরাতে চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের বড় ইনিংস ছাড়াই ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই। ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন। এছাড়া সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩, তিলক ভার্মা ২২ বলে ২৬ ও নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রান করেন। লখনৌর আফগানিস্তানি পেসাার নাভিন উল হক ৩৮ রানে ৪ উইকেট নেন।

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আকাশের বোলিং তোপে খেই হারিয়ে ১৬ দশমিক ৩ ওভারে ১০১ রানে অলআউট হয় লখনৌ। দলের পক্ষে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ২৭ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। ৩ দশমিক ৩ ওভার বল করে মাত্র ৫ রানে ৫ উইকেট নেন আকাশ। ২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। এবারের আইপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট শিকারী হয়ে ম্যাচ সেরাও হন আকাশ।

(ঢাকাটাইমস/০৫মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
আইপিএল: খরুচে স্পেল, সর্বোচ্চ বাউন্ডারি–হায়দরাবাদের ইনিংসে ৮ রেকর্ড
আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব, ভারতীয় পত্রিকার দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা