আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব, ভারতীয় পত্রিকার দাবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৭:১১
অ- অ+

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসান। নিজের অলরাউন্ডিং পারফরম্যান্সে দিয়ে এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিবের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করে।

চোখের সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই। সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র।

তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়ে অবশ্য বেশ সংশয় আছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই।

তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্য কী! বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএলের তিন দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবিই করেছে। নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব।

এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন, সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

তবে আজ শনিবার থেকেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে। ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

উল্লেখ্য, আইপিএলে একসময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

(ঢাকাটাইমস/২২ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা