খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলা

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে এ হামলা ঘটে। তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।
পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ দিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে। অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ২টায় শহরের চেতনা মঞ্চে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে। শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে।(ঢাকাটাইমস/২৬মে/এসএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দুই নেতা বহিষ্কার

বিএনপি নেতা মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর বক্তব্যটি ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রকে সুরক্ষিত করেছে: প্রধানমন্ত্রী

সংলাপ নিয়ে আ.লীগ নেতা মন্ত্রীদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি

সংলাপের বিকল্প নেই, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের প্যানেল আইনজীবীকে ফোনে হত্যার হুমকি

জাতীয় ঐক্য গড়তে গণফোরাম ও পিপলস পার্টির সাতদফা দাবি
