স্পেনে বর্ণবাদ কমবে না বলে ধারণা গার্দিওলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৫:৫৭
অ- অ+

যুগ যুগ ধরেই খেলার মাঠে বর্ণবাদের শিকার হয়ে আসছে ফুটবলাররা। ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র যেন একটু বেশিই ভুক্তভোগী। তার সঙ্গে বর্ণবাদের মাত্রাটা এতটাই ছাড়িয়ে গেছে যে, কান্না ধরে রাখতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে লা-লিগা সভাপতি এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

কিন্তু এরপরও কি বর্ণবাদী আচরণ কমবে? ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মতে, মোটেও কমবে না। আর স্পেনে তো আরও নয়।

ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলাকে স্পেনের বর্ণবাদ নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন, 'বর্ণবাদ সব জায়গাতেই সমস্যা, সেটি শুধু একটি জায়গায় (স্পেন) নয়। সবখানেই আমরা ভেবে নিই, আমরা আমাদের প্রতিবেশী কিংবা অন্যদের চেয়ে ভালো।'

গার্দিওলা আরো বলেন, 'স্পেনে এটার (বর্ণবাদ) হয়তো একটু উপশম হবে। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে তো জানি, তাই আমি সত্যিই আশাবাদী নই।'

(ঢাকাটাইমস/২৭মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা