বরিশাল সিটি নির্বাচন: প্রচার প্রচারণায় বাড়ছে উত্তাপ

বরিশাল সিটি করপোরেশ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় বাড়ছে উত্তাপ। আর এ উত্তাপ সংঘর্ষের রূপ নিতে পারে এমন আশঙ্কা নগরবাসীর।
এদিকে নির্বাচনি প্রচার প্রচারণা ঘিরে প্রতিদিন প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। তাদের বেশিরভাগই সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
জানা গেছে, প্রচারণায় বাধা, লিফলেট পোস্টার ছিড়ে ফেলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ করছেন একে অন্যের বিরুদ্ধে।
১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের মারুফ আহমেদ জিয়া বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিনিয়ত কাউন্সিলর প্রার্থী মজিবুর রহমান ও তার বাহিনী আমাকে ও আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মারুফ আহমেদ জিয়া রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি আবার তদন্তের জন্য আমাদের কাছে এসেছে।
একই অভিযোগ ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মুন্না হাওলাদারের। তিনি বলেন, আমার সমর্থকদের মোবাইল ফোনে কল করে সরাসরি হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বিপ্রার্থী। হুমকির বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি তাতেও কোন সুফল মিলছে না।
৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সালমা। তিনিও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত আমার সমর্থকদের প্রচারণায় বাধা দিয়ে যাচ্ছেন একটি গ্রুপ। এ বিষয়ে আমি কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, সালমা নামের এক প্রার্থী তার প্রচারণায় বাধার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আরও পড়ুন: আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ভোটার রয়েছেন। মেয়র পদে সাতজন। ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপক্ষে লড়ছেন ১৪২জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ১০ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। আগামী ১২ জুন ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৯মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদরাসায় অবস্থান

কেশবপুরে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও মদসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি

‘একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না’

যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হতে হবে: জুনাইদ আহমেদ পলক

দেবিদ্বারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
