পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে: বিজিএমইএ সভাপতি

বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান।
পেশাজীবী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফারুক হাসান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় প্রচলতি বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় পোশাকের ন্যায্য দাম পাওয়াও কঠিন হয়ে গেছে। তাই বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।
সংকট উত্তরণে বিজিডব্লিউটিএফ'র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বস্ত্রশিল্পের প্রকৌশলীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপচয় কমিয়ে আনতে হবে।
সংগঠনটির সভাপতি আব্দুস সালাম চলমান সংকট নিরসনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন শিশির বলেন, ওয়াশিং টেকনোলজিস্টদের দক্ষতাই পারে পানির অপচয় কমিয়ে কাপড়ের গুণগত-মান রংয়ের উজ্জ্বলতা বাড়াতে। যা পোশাক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতেও সহায়তা করবে।
ডেনিম সল্যুশন লিমিটেডের সহায়তায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা নিজের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন।
(ঢাকাটাইমস/০৩জুন/কেআর/ইএস)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু-পেঁয়াজ-ডিম, চাল ও সবজির দামও বাড়তি

দেশে পৌঁছল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান

মাইক্লো বাংলাদেশের সঙ্গে ইয়াসির শাবাব

দাম কমে সোনার ভরি লাখের নিচে

আমেরিকা থেকেও খোলা যাবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ই-অ্যাকাউন্ট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রিটেইল সেলস কনফারেন্স অনুষ্ঠিত

বিকাশের কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার

প্রিমিয়ার ব্যাংক ও কাতার এয়ারওয়েজের মধ্যে কর্পোরেট ট্রাভেল ইনসেন্টিভ চুক্তি

৫৩১ কোটি টাকার সার কিনবে সরকার
