পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৬:১৬| আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬:৩০
অ- অ+

বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান।

পেশাজীবী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ফারুক হাসান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় প্রচলতি বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় পোশাকের ন্যায্য দাম পাওয়াও কঠিন হয়ে গেছে। তাই বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।

সংকট উত্তরণে বিজিডব্লিউটিএফ'র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বস্ত্রশিল্পের প্রকৌশলীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপচয় কমিয়ে আনতে হবে।

সংগঠনটির সভাপতি আব্দুস সালাম চলমান সংকট নিরসনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন শিশির বলেন, ওয়াশিং টেকনোলজিস্টদের দক্ষতাই পারে পানির অপচয় কমিয়ে কাপড়ের গুণগত-মান রংয়ের উজ্জ্বলতা বাড়াতে। যা পোশাক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতেও সহায়তা করবে।

ডেনিম সল্যুশন লিমিটেডের সহায়তায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা নিজের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন।

(ঢাকাটাইমস/০৩জুন/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা