আইরিশদের ১০ উইকেটে হারাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৪:৪২

নিশ্চিত ইনিংস হারের লজ্জা থেকে আয়ারল্যান্ড বাঁচান দুই অখ্যাত ব্যাটার মার্ক আদায়ার ও অ্যান্ডি ম্যাকব্রিন। কিন্তু হার এড়াতে পারেনি আইরিশরা। মাত্র ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে সফরকারীদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

৪ উইকেটে ৫২৪ রানে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো করতে পারেনি আইরিশরা। মাত্র ২৫ রান তুলতে না তুলেতেই হারিয়ে বসে তিনটি উইকেট। ১১ রানে পিটার ম্যুর, ২ রানে অ্যান্ডি বালবির্নি ও ১৫ রানে ফেরেন পল স্টার্লিং। ১২ রানে রিটাইয়ার্ড হার্ট হন ম্যাককলাম।

তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লরকান টাকার ও হ্যারি টেক্টর। বেশিক্ষণ টিকতে পারেননি টাকার। ৩৪ রানে ব্যাট করতে নেমে আউট হয়েছেন ব্যক্তিগত ৪৪ রানে। এদিকে ফিফটি পূরণ করেন টেক্টর। আউট হন ৫১ রানে। এছাড়া কুর্তিস ক্যাম্ফের করেন ১৯ রান।

১৬২ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েন আয়ারল্যান্ড। কিন্তু সপ্তম উইকেট জুটিতে ইংলিশ বোলারদের রীতিমতো শাসন করেন যান দুই অখ্যাত আইরিশ ব্যাটার আদায়ার ও ম্যাকব্রিন। দুজন মিলে গড়েন ১৬৩ রানের জুটি। দুজন ফিফটি তুলে নেন। আদায়ার আউট হন ৮৮ রানে। আর ম্যাকব্রিন অপরাজিত থাকেন ৮৬ রানে। এছাড়া হ্যান্ড ৭ ও হুম ১৪ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট পেয়েছেন অভিষিক্ত বোলার জশ টাং। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

মাত্র ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভারও খেলতে হয়নি ইংলিশদের। মার্ক আদায়ারের করা প্রথম বলেই চার হাঁকান ওপেনার জ্যাক ক্রাউলি। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ক্রাউলি। ম্যাচসেরা হন ডাবল সেঞ্চুরিয়ান ওলে পোপ।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :