আহত র‌্যাব সদস্যকে দেখতে গেলেন ডিজি, মাদক নিয়ে কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:৫৯ | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৪:৫৭

মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য আহতের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, ‘মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক, সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ হোক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

মেহেরপুরের গাংনীতে র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের হামলায় আহত হন র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়। তাকে দেখতে রবিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান র‌্যাবপ্রধান। তিনি আহত র‍্যাব সদস্যের জন্য ৫০ হাজার টাকা ও ফলমূল দেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

আরও পড়ুন>>চাকরিতে প্রবেশের বয়স ৩৫

এসময় র‍্যাব ডিজি বলেন, ‘গত ৩০ মে মেহেরপুরের গাংনী থানা এলাকায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ধারালো অস্ত্রের আঘাতে আমাদের র‍্যাব সদস্য উত্তম কুমার রায় আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় র‍্যাব আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তিনজন আহত হয়।’

তিনি বলেন, ‘র‍্যাব সবসময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। ওই এলাকায় আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার। এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে আগামীতে চাকরি দেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এরকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছেন ও এক হাজারের বেশি সহকর্মীর অঙ্গহানি হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক... সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ হোক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

আহত উত্তম কুমার রায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খুরশীদ হোসেন বলেন, ‘তিনি বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় বর্তমানে অনেকটা সুস্থ। আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।’

র‌্যাব ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন- শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

এসআই উত্তম রায় বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১৪ তলার ১৪৪০ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

ঢাকাটাইমস/০৪জুন/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন জাকিয়া সুলতানা

প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকাবাইচ আয়োজন বিআইডব্লিউটিএর

ডিএমপি কমিশনারের দুই স্টাফ অফিসারসহ ছয় এডিসিকে বদলি

‘নির্বাচনের আগে’ পদোন্নতি পেতে আইজিপির সঙ্গে বৈঠকে পুলিশের দুই ব্যাচ

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের মেয়াদ বাড়ছে, চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক ও হেল্পলাইনের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন

ভিসা নিষেধাজ্ঞায় পুলিশের কাদের নাম আছে পায়নি ডিএমপি

এডিসি হারুনকাণ্ড: তৃতীয় দফা সময় চাইল তদন্ত কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :