কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ১৬:৩৯| আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৪১
অ- অ+

বাংলাদেশের সংগীতে বিশেষ অবদান রাখায় কলকাতা থেকে টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।

রবিবার কলকাতার নজরুল মঞ্চে বসেছিল টেলিসিনে অ্যাওয়ার্ড-এর ২০তম আসর। এদিন ওপার বাংলার নামিদামি তারকাদের পাশাপাশি পুরস্কার উঠে বাংলাদেশের শিল্পীদের হাতেও। সেই তালিকায় রয়েছেন বাপ্পা মজুমদার।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই গায়ক বলেন, ‘আপনাদের সবার ভালোবাসায় বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি। গতকাল (রবিবার) কলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।’

বাপ্পা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি। সেইসঙ্গে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইল প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন।’

শুধু বাপ্পা মজুমদার নয়, টেলিসিনে অ্যাওয়ার্ড-এর এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে চঞ্চল চৌধুরীর হাতে। অন্যদিকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।

(ঢাকাটাইমস/৫জুন/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা