কেসিসির ভোট

তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি বাড়ছে

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১০:৩৯

কেসিসি নির্বাচনের সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলছে। তীব্র গরম উপেক্ষা করেও সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এদিকে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি দেখা গেছে।

সোমবার সকালে ১০নং ওয়ার্ডের নয়াবাটি হাজি শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ স্কুলের কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। অনেক ভোটাররা গরমে হাত পাখা দিয়ে বাতাস করছেন। আর গরমে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা খেছে। এছাড়া সুষ্ঠুভাবে ভোট পরিচালনা নিয়ে ব্যস্ত নির্বানি কর্মকর্তারা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কেসিসি নির্বাচনে কোথাও কোনও আপত্তিকর ঘটনা ঘটেনি।

সোমবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগেই নগরীর ভোট কেন্দ্রগুলোতে হাজির হন ভোটার। নগরীর ২৮৯ ভোট কেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

অপরদিকে ভোটগ্রহণ কার্যক্রমে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন ভোটাররা।

ভোটগ্রহণের লাইনে দাঁড়ানো আমেনা বেগম ঢাকা টাইমসকে জানান, সকালে ভিড় কম থাকে, এজন্য আগেই ভোট দিতে এসেছেন। কিন্তু এসে দেখেন তার মতো আরও অনেকেই একই ভাবনায় সকালে চলে এসেছেন।

আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচন: ভোট দিয়ে নৌকার প্রার্থী বললেন, জনগণের রায় মেনে নেব

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

(ঢাকাটাইমস/১২জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :