ক্রিকেটের প্রতি আসক্ত অ্যান্ডারসন: ব্রড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২৩, ১৬:৫০

টেস্টে পেসারদের মধ্যে সেরা বোলার অ্যান্ডারসন। বর্ষীয়ান পেসার এই পেসারের বিশ্ব ক্রিকেটে সাফল্যের পেছনের রহস্য জানালেন ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। ক্যারিয়ারে দশম অ্যাশেজ খেলার দ্বারপ্রান্তে থাকা অ্যান্ডারসনকে নিয়ে ব্রড বলেন, ‘ক্রিকেটের প্রতি আসক্ত অ্যান্ডারসন।’

২০০২ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। পরের বছরের মে মাসে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অ্যান্ডারসনকে।

টেস্ট-ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের প্রথম সারির পেসার হিসেবে দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেন অ্যান্ডারসন। ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে খেললেও, টেস্টে এখনও বল হাতে দাপট দেখাচ্ছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড অ্যান্ডারসনের দখলে।

সতীর্থ অ্যান্ডারসনের সাফল্যে উচ্ছ্বসিত ব্রডও। ক্রিকেটের প্রতি আসক্তি থেকেই অ্যান্ডারসনের এমন সাফল্য বলে মনে করেন ব্রড। একত্রে নবমবারের মতো অ্যান্ডারসনের সঙ্গে অ্যাশেজ শুরুর আগে ‘লিজেন্ডস অব অ্যাশেজ’পডকাস্টে এক সাক্ষাৎকারে ব্রড বলেন, ‘অবিশ্বাস্য এক প্রতিন্দ্বন্দ্বী জিমি। এটাই তার মূল শক্তি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যেভাবেই খেলুক না কেন, জস বাটলারকে বাদ দিলে সে বোধহয় আমার দেখা সবচেয়ে লড়াকু একজন। এন্ডারসন দৃঢ় সংকল্পের অধিকারী। সত্যি বলতে কি, সে ক্রিকেটে আসক্ত, সে অনুশীলনে আসক্ত। আরও ভালো করতে ও উন্নতি করতে মুখিয়ে আছে সে।’

৪০ বছর বয়সে অতীতের চেয়েও আরো ভাল বোলিং করছে এন্ডারসন বলে মনে করেন ব্রড। তিনি বলেন, ‘এটা তো এখন দেখাই যাচ্ছে। তার বয়স এখন ৪০ এবং সে সম্ভবত চার বছর আগের চেয়ে ভালো বোলিং করছে। নিজের প্রতি ও খেলার প্রতি এটাই তার নিবেদনের অবিশ্বাস্য একটা প্রমাণ।’

(ঢাকাটাইমস/১৩জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :