সুনামগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ দিরাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আতিকুল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার ভোরে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে লাকড়ির মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া গ্রামে জমির হোসেনের মালিকানাধীন লাকড়ির মিলে কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করছেন আতিকুল। শুক্রবার ভোরে ওই গ্রামের ফিকুল মিয়া নামে এক ব্যক্তি লাকড়ি মিলে বিকট শব্দ শুনে মালিককে খবর দেন। মালিক জমির হোসেন দেখেন যে আতিকুল মাটিতে পড়ে আছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: ফেনীতে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দিরাই থানার ওসি (তদন্ত)আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএম)