লিটনের নেতৃত্বে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৩:৪৫

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আর টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে আফগানরা।

বাংলাদেশ দলে যে নেতৃত্বে পরিবর্তন আসবে সেটা আগে থেকেই অনুমিত ছিল। অবসরের ঘোষণা প্রত্যাহার করলেও দেড় মাসের ছুটিতে আছেন নিয়মিত দলনেতা তামিম ইকবাল খান। তার জায়গায় খেলবেন মোহাম্মদ নাঈম শেখ। আর তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ঢুকেছেন এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস(অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :