নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২৩, ১৯:২৯

বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান তুলে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানে জুটিয়ে যায় ডাচদের ইনিংস।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ডাচ দলনেতা স্কট এডওয়ার্ডস। টস হেরে ব্যাট করতে নেমে ১৯ রান করে আউট হন লঙ্কান ওপেনার সাদেরা সামারাবিক্রমা। আরেক ওপেনার পাথুম নিশানকা ফেরেন ২৩ রানে।

কুশল, শায়ান ও আশালাঙ্কারা মিলে দলীয় স্কোরটা বড়ই করছিলেন। কিন্তু এই তিন ব্যাটার আউট হলে চাপে পড়ে লঙ্কানরা। ফলে দলীয় স্কোরও বেশি বড় হয়নি। অর্ধশতক পূরণের পর ৫৩ রানে থামেন শায়ান। কুশল মেন্ডিস ৪৩ ও চারিথ আশালাঙ্কার ব্যাট থেকে আসে ৩৬ রান।

শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি করেন ২৯ রান। এছাড়া মাহেশ থিকসেনা ১৩ ও মাথেশা পাথিরানা ৪ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মধুশানাকা।

রান তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ডাচ ব্যাটাররা। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার। সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স ও’দাউদ। এছাড়া লোগান ভ্যান বিক ২০ ও বিক্রমজিৎ সিং ১৩ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ চারটি করে উইকেট নেন মহেশ থিকসেনা। তিনটি উইকেট নিয়েছেন মধুশানাকা। আর দুটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :